ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

হত্যার দায়ে ঠাকুরগাঁওয়ে একজনের যাবজ্জীবন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার

জমি সংক্রান্ত বিরোধের জেরে কিশোর রশিদুল (১৬) হত্যা মামলায় ঠাকুরগাঁওয়ের শহীদুল ইসলাম বুলু নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ডসহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের জেল দিয়েছেন আদালত। অপর আরেক আসামি বাহাদুর আলীকে ৬ মাসের জেল ৫০০ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেল দেয়া হয়েছে। 

রোববার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক বিএম তারিকুল কবির এ রায় দেন। এছাড়া এ মামলায় অভিযোগ প্রমাণ না হওয়ায় বাকি ১১ জনকে খালাস দেয়া হয়েছে।

মামলার অভিযোগে জানা যায়, সদর উপজেলার রাজাগাঁও গ্রামের রশিদুল ইসলাম ২০০৬ সালের ১ জুন সকালে জমিতে হালচাষ দিতে যান। এসময় জমি বিরোধকে কেন্দ্র করে একই এলাকার প্রতিপক্ষ শহিদুল ইসলাম বুলুসহ কয়েকজন মিলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করেন। পরে পরিবারের স্বজনরা তাকে উদ্ধার সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন। পরে সেখানেই মারা যান রশিদুল। 

এঘটনার পর পরিবারের পক্ষ থেকে শহিদুল ইসলাম বুলুকে প্রধান আসামি করে মোট ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
কেআই//