ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ইউনিসেফের শুভেচ্ছাদূত মুশফিকুর রহিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৮ এএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার

জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়েছেন। দেশব্যাপী শিশু অধিকার নিয়ে কাজ করবেন তিনি। রোববার জাতিসংঘের অঙ্গসংগঠন ইউনিসেফের ঢাকা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মুশফিক শিশুদের অধিকার ও যুবসমাজকে প্রভাবিত করা বিষয়গুলো নিয়ে সচেতনতা বাড়াতে সহায়তা করবেন। এর মধ্যে থাকছে শিক্ষার অধিকার, দারিদ্র্য ও বৈষম্যের প্রভাব, সহিংসতা, নির্যাতন এবং শোষণের বিরুদ্ধে সুরক্ষার জন্য শিশুদের প্রয়োজনীয়তা।

এক ভিডিও বার্তায় মুশফিক বলেন, ‘শিশু অধিকার এবং ইউনিসেফের কাজ- দুটোই আমার হৃদয়ের খুব কাছাকাছি এবং নিজের কথাগুলো ছড়িয়ে  দিতে এটি আমার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। একজন ক্রিকেট খেলোয়াড় এবং একজন বাবা হিসেবে আমি শিশুদের জন্য, বিশেষ করে সবচেয়ে ঝুঁকির মুখে থাকা শিশুদের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে মানুষকে একত্রিত করতে যথাসাধ্য চেষ্টা করব।’

এই উইকেটরক্ষক ব্যাটসম্যান আরও বলেন, ‘আমি আশা করি সব শিশুর জন্য একটি সুন্দর জীবন গড়ে তোলার এই যাত্রায় আপনারা আমাদের সঙ্গে যোগ দেবেন। আসুন সব শিশুর জন্য উপযুক্ত একটি বাংলাদেশ সৃষ্টি করি।’

ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি টোমো হোযুমি মুশফিককে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘মুশফিকুর রহিম জাতীয় দূত হিসেবে ইউনিসেফে যোগদান করায় আমরা তাকে আন্তরিক অভ্যর্থনা জানাতে চাই। শিশু অধিকারের প্রতি দৃঢ় প্রতিশ্রুতির পাশাপাশি তার সম্মান, মেধা ও উপস্থিতি দিয়ে তিনি সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নেবেন।’
মুশফিকের আগে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল ও সাকিব আল হাসান ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়েছেন।
এএইচ/