ঢাকা, বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪,   আষাঢ় ২০ ১৪৩১

বই মেলা শুরুর দিনে পাঠকদের আনাগোনায় মুখর ছিলো মেলা প্রঙ্গন

প্রকাশিত : ১১:৫২ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৬ সোমবার | আপডেট: ১১:৫২ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৬ সোমবার

মাসব্যাপী বই মেলা শুরুর দিন খুব বেশি জম জমাট না হলেও পাঠকদের আনাগোনায় মুখর ছিলো মেলা প্রঙ্গন। আনেকেই ঘুরে ঘুরে দেখলেও নিজের পছন্দের বইগুলো কিনতে ভুল করেননি বই পিপাসুরা। সময়ের সাথে সাথে বিক্রিও ভালো হবে বলে আশা বিক্রেতাদের। boi melaদুয়ার খুললো অমর একুশে গ্রন্থমেলার। তবে মেলা শুরুর দিনে ব্যাপক সমাগম না হলেও চোখে পড়ার মতো পাঠকের উপস্থিতি ছিলো মেলা জুড়ে। যদিও নানা রকাম বইয়ে নিজেদের স্টলগুলো সাজাতে ব্যাস্ত মালিকরা। তারপরও অনেকেই কিনেছেন নিজের পছন্দের বইগুলো। প্রাণ ও মননের এ মেলায় বই কেনার দৌড়ে পিছিয়ে নেই ছোটরা। তারা কিনেছে রঙবাহারি নানা রকম গল্পের বই। দিনটি মেলার শুরু, তাই আগামীতে আরও ভালো বেচাকেনার আশা করছেন বিক্রেতারা।