উদ্দেশ্য মোটামুটি সফল,সিরিয়া থেকে রুশ সৈন্যদের মূল অংশ সরিয়ে নেয়ার আদেশ দিয়েছেন পুতিন
প্রকাশিত : ০১:৪৯ পিএম, ১৫ মার্চ ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০১:৪৯ পিএম, ১৫ মার্চ ২০১৬ মঙ্গলবার
উদ্দেশ্য মোটামুটি সফল হয়েছে দাবি করে, সিরিয়া থেকে রুশ সৈন্যদের মূল অংশ সরিয়ে নেয়ার আদেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিন।
আজ থেকে শুরু হবে সৈন্য সরিয়ে নেয়ার এই প্রক্রিয়া। মস্কোয় সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাতকারে এ’সব জানান পুতিন। জেনেভায় সিরিয়া ইস্যুতে চলমান শান্তি আলোচনার ভেতরে পুতিনের এমন সিদ্ধান্ত আলোচনায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ রাশিয়ার এই সিদ্ধান্তে সম্মত হয়েছেন বলে দাবি ক্রেমলিনের। তবে, দেশটির সরকারি বাহিনীকে সহায়তা করতে কিছু সংখ্যক সৈন্য সেখানে থাকবে বলে জানানো হয়েছে। গেল সেপ্টেম্বরে সরকারি বাহিনীকে সহায়তার লক্ষে সিরিয়ায় বিমান হামলা শুরু করে রাশিয়া।