ঢাকা, শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৫ ১৪৩১

ঢাকা-৫ আসনের নৌকার প্রার্থী মনুর পক্ষে দক্ষিণ যুবলীগের গণসংযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২১ পিএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার

ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনুকে বিজয়ী করার লক্ষে ৬৩ নং ওয়ার্ড যুবলীগের উদ্যাগে বিভিন্ন এলাকায় নৌকা মার্কায় ভোট চেয়ে জনসংযোগ, লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত পথসভা করেছে ঢাকার মহানগর দক্ষিণ যুবলীগ।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে মাতুয়াইল পশ্চিম পাড়া সুলতানা কামাল স্মৃতি পাঠাগার সংলগ্ন থেকে শুরু করে মৃধা বাড়ীবাস স্ট্যাণ্ড, মাদ্রাসা বাজার, মাছ পাড়া, কবরস্থান রোড ঘুরে বকেট মাঠ যুবলীগে অফিসে গিয়ে গণসংযোগ শেষ হয়। 

গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ও ৬৩ নং ওয়ার্ডে যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয় গাজী সারোয়ার হোসেন বাবু। 

সংক্ষিপ্ত পথ সভায় গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু। তিনি একজন সৎ-আদর্শবান লোক। ঢাকা-৫ এর উন্নয়নের ধারা অব্যহত রাখতে ১৭ তারিখ নৌকায় মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করুন। ৬৩ নং ওয়ার্ড যুবলীগ নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে সরকারের উন্নয়ন তুলে ধরে নৌকার পক্ষে ভোট চাওয়ারও আহ্বান জানান তিনি। ওয়ার্ড যুবলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে। নৌকার প্রার্থীকে বিজয়ী করেই ঘরে ফিরবে হবে যুবলীগ নেতাকর্মীদের।

পথসভায় সভাপতিত্ব করেন ৬৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিয়া, সভা পরিচালনা করেন যুগ্ম-সম্পাদক মাসুম আহমেদ। এসয়ম আরও উপস্থিত ছিলেন দক্ষিণ যুবলীগের উপ- মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক, খন্দকার রিয়াজ আহমেদ ফালান, মনির হাওলাদার, কেরামত আলী পান্না, শফিকু ইসলাম জুয়েল, মুন্না ওসমান, কাউসার হক। 

৬৩ ওয়ার্ড যুবলীগের নেতা হাবীব রাব্বি, মেহেদী হাসান রবিন, সাব্বির, সজল, জিয়া উদ্দিন মনিরসহ অন্যরা। এর আগে ৬৩ নং ওয়ার্ডের যুবলীগ নেতাকর্মীরা সকাল ১০ টা থেকে ৩টি টিম করে বিভিন্ন এলাকায় নৌকার পক্ষে চেয়ে গণসংযোগ ও মিছিল করে।

এসি