সিরাজগঞ্জে রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসবের শেষ দিন আজ
প্রকাশিত : ০৯:১৮ এএম, ১০ মে ২০১৭ বুধবার | আপডেট: ০৯:৪৭ এএম, ১০ মে ২০১৭ বুধবার
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারি বাড়িতে তিন দিনের রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসবের শেষ দিন আজ। এ’ উপলক্ষে রবীন্দ্র ভক্তদের পদভারে মুখরিত শাহজাদপুর। তবে, ভিত্তিপ্রস্তর স্থাপনের দুই বছর পরও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু না হওয়ায় হতাশ রবীন্দ্রপ্রেমীরা।
রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৯০ থেকে ১৮৯৬ সাল পর্যন্ত জমিদারির কাজে সিরাজগঞ্জের শাহজাদপুরে আসা-যাওয়া করেছেন। কিন্তু, বাংলার প্রকৃতি তাকে জমিদারি কাজের তুলনায় সাহিত্যের সৃজনশীলতার প্রতিই আকৃষ্ট করেছে বেশি। শাহজাদপুরের কাছারিবাড়িতে বসেই কবি ছিন্নপত্র, পোষ্টমাষ্টার, সমাপ্তি, ছুটি, বিসর্জনসহ অনেক কালজয়ী লেখা উপহার দিয়েছেন বাংলা সাহিত্যকে।
শাহজাদপুরও শ্রদ্ধা- ভালোবাসায় ধারণ করেছে বাংলা সাহিত্যের এই প্রবাদ পুরুষকে।
প্রতিবছরের মতো এবারও তাঁর জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজন করা হয় তিন দিনব্যাপী অনুষ্ঠানের।
এদিকে, দুবছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও তা আলোর মুখ না দেখায় হতাশা প্রকাশ করেছেন রবীন্দ্রভক্তরা।
শিগগিরই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে বলে আশা করছেন জনপ্রতিনিধিসহ সরকার সংশ্লিষ্টরা।
রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি আয়োজন করা হয় রবীন্দ্র মেলার।