ধর্ষণের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৫০ পিএম, ৬ অক্টোবর ২০২০ মঙ্গলবার
সিলেট ও নোয়াখালীসহ সারাদেশে ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এসব কর্মসূচির আয়োজন করে শিক্ষার্থীরা। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
এক পর্যায়ে রাজবাড়ী সড়কে প্রায় ১ ঘণ্টা অবরোধ করে শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামের কাছে ৭ দফা দাবি জানিয়ে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে।
এআই/এসএ/