ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

সিলেটে বিস্ফোরক উদ্ধার ও হতাহতের মামলা পিবিআইয়ের কাছে হস্তান্তর

প্রকাশিত : ০২:২৭ পিএম, ১০ মে ২০১৭ বুধবার | আপডেট: ০৫:০৩ পিএম, ১০ মে ২০১৭ বুধবার

সিলেটের আতিয়া মহল থেকে বিস্ফোরক উদ্ধার ও বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনায় পুলিশের দায়ের করা দুটি মামলার তদন্তভার পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন-পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে দুটি মামলার নথিপত্র পিবিআইতে প্রেরণ করা হয়। ২৪ মার্চ থেকে শিববাড়ির আতিয়া মহলে শুরু হওয়া জঙ্গিবিরোধী অভিযান শেষ হওয়ার পর অজ্ঞাত ৪ জনকে আসামি করে সন্ত্রাস দমন আইনে মামলা করেছিলেন মোগলাবাজার থানার এসআই সুজন দত্ত। এর আগে ২৬ মে আতিয়া মহলের পাশে বোমা বিস্ফোরণের ঘটনায় একই থানার এসআই শিপলু চৌধুরী বাদি হয়ে বিস্ফোরক ও হত্যা আইনে আরেকটি মামলা দায়ের করেন। দুটি মামলাই তদন্ত করেন মোগলাবাজার থানার এসআই খায়রুল ফজল।