ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

সৌদি টিকেট নিয়ে প্রতারণামূলক প্রচারকার্যে সতর্ক থাকার পরামর্শ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:১২ পিএম, ৭ অক্টোবর ২০২০ বুধবার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে মিথ্যা ও প্রতারণামূলক যে কোনো প্রচারকার্যে প্রলুব্ধ না হয়ে সতর্ক থাকার জন্য সৌদি আরবগামী যাত্রীদের প্রতি আহবান জানানো হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উদ্ধৃতি দিয়ে আজ বুধবার এক সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, বাংলাদেশ বিমান, সৌদি আরবগামী পুরাতন টিকেটধারী যাত্রীদের কোনরকম চার্জ ছাড়াই ধারাবাহিকভাবে টিকেট রি-ইস্যু করে আসন বরাদ্দ করছে। তাছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকেট তাদের নিজস্ব সেন্টার ছাড়া অন্য কোথাও থেকে রি-ইস্যু করার কোন সুযোগ নেই।

এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু অসাধু এজেন্সি ও ব্যক্তি সৌদি আরবে যাওয়ার টিকেট অর্থের বিনিময়ে পুনরায় ইস্যু করিয়ে দিবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্লাটফর্মে মিথ্যা ও প্রতারণামূলক প্রচারকার্য পরিচালনা করছে। এ ধরনের কর্মকান্ড শাস্তিযোগ্য অপরাধ। তাই এ ধরনের কর্মকান্ডে জড়িত না হওয়ার জন্য সকলকে অনুরোধ করা যাচ্ছে। যারা এ ধরনের অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

এসি