আজ পাকিস্তানের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ
প্রকাশিত : ০২:৩২ পিএম, ১০ মে ২০১৭ বুধবার | আপডেট: ০৫:০৭ পিএম, ১০ মে ২০১৭ বুধবার
তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্টে আজ পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
ডোমিনিকার উইন্ডসর পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-১ এ সমতায় রয়েছে দুদল। প্রথম টেস্টে সফরকারী পাকিস্তান জয় পেয়েছিলো ৭ উইকেটে। আর দ্বিতীয় টেস্টে ১০৬ রানে জয় নিয়ে সমতায় ফিরে ক্যারিবীয়রা। টি-টোয়েন্টি ও ওয়ান্ডে সিরিজ জয়ের পর এখন শেষ টেস্টেও জয় নিয়ে টেস্ট সিরিজ নিশ্চিত করতে চায় পাক বাহিনী। তবে, শেষ টেস্টে নিজেদের সেরাটুকু দিয়ে জয়ের জন্যই লড়বে ওয়েস্ট ইন্ডিজ।