ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

ফরিদপুর চিনিকলের শ্রমিকদের পাওনা টাকার দাবীতে বিক্ষোভ 

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৮ পিএম, ৭ অক্টোবর ২০২০ বুধবার

ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত তিন শতাধিক শ্রমিক-কর্মচারীদের পাওনা ২৫ কোটি টাকা পরিশোধের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

বুধবার বেলা ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
 
ঘন্টাব্যাপী এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আলী আকবর শেখ, মীর আব্দুল মান্নান, ফিরোজ মিয়া, ছিদ্দিক আলী খান।
 
বক্তারা বলেন, চিনিকল থেকে অবসর নেওয়া তিন শতাধিক শ্রমিক-কর্মচারী বকেয়া বেতন, পেনশন ভাতার টাকা পাচ্ছেন না। ফলে পরিবার-পরিজন নিয়ে তারা এখন মানবেতর ভাবে দিন কাটাচ্ছেন। 

অবিলম্বে তাদের বকেয়া পাওনা পরিশোধের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মধুখালীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

আরকে//