জয় পেয়েছেন অ্যান্ডি মারে
প্রকাশিত : ০২:৩৩ পিএম, ১০ মে ২০১৭ বুধবার | আপডেট: ০৫:০৮ পিএম, ১০ মে ২০১৭ বুধবার
মাদ্রিদ ওপেন টেনিসের দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছেন শীর্ষ বাছাই অ্যান্ডি মারে।
প্রতিপক্ষ রোমানিয়ান মারিয়াস কপিলকে হারিয়েছেন অ্যান্ডি মারে। কপিলের বিপক্ষে জয় পেয়েছেন ২-০ ব্যবধানে। প্রথম সেটে ৬-৪ গেমে জয় নিয়ে এগিয়ে যান গ্রেট ব্রিটেন টেনিস তারকা মারে। পিছিয়ে পরে দ্বিতীয় সেটের শুরুতে প্রতিদ্বন্দ্বীতামূলক খেলা গড়ে তোলেন কপিল। তবে, মারের দক্ষতার সাথে পেরে উঠেন নি তিনি। শেষ পর্যন্ত দ্বিতীয় সেটেও ৬-৩ গেমে হেরে যান কপিল। সেই সাথে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ড নিশ্চিত করেন মারে। এরআগে, ২০০৮ ও ২০১৫ সালে মাদ্রিদ ওপেনের শিরোপা জিতেছিলেন অ্যান্ডি মারে।