সাউদাম্পটনের মুখোমুখি হবে আর্সেনাল
প্রকাশিত : ০২:৩৪ পিএম, ১০ মে ২০১৭ বুধবার | আপডেট: ০৫:০৯ পিএম, ১০ মে ২০১৭ বুধবার
ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে রাতে সাউদাম্পটনের মুখোমুখি হবে আর্সেনাল।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়। সাউদাম্পটনের মাঠে গিয়ে খেলবে আসের্নাল। ৩৪ ম্যাচে ১৯ জয়ে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে অবস্থান করছে আর্সেনাল। আর সমান ম্যাচে ১১ জয়ে ৪২ পয়েন্টে সাউদাম্পটন রয়েছে টেবিলের ১০ নম্বরে। পরিসংখ্যানের দিক দিয়ে গানার্সরা এগিয়ে থাকলেও ঘরের মাঠে বাড়তি সুযোগ কাজে লাগিয়ে জয় চায় সাউদাম্পটন। আর নিজেদের সেরাটুকু দিয়ে খেলতে পারলেই জয় পাওয়া সম্ভব বলে মনে করছেন আর্সেনালের ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার।