ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

সাহিত্যে নোবেল পেলেন মার্কিন কবি লুইজ গ্লাক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৬ এএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার

সাহিত্যে ২০২০ সালের নোবেল পুরস্কার পেলেন মার্কিন কবি লুইজ গ্লাক। বৃহস্পতিবার নোবেলের জন্য তার নাম ঘোষণা করেছে রয়েল সুইডিশ অ্যাকাডেমি। ১৬তম নারী হিসেবে তিনি সাহিত্যে নোবেল জয় করলেন।

এবারের পুরস্কার দেওয়ার কারণ হিসেবে নোবেল কমিটি বিবৃতিতে বলেছে, গ্লাকের ‘অভ্রান্ত কবিকণ্ঠ’ যেটি নিরাভরণ সৌন্দর্যের সাথে ব্যক্তির অস্তিত্বকে সর্বজনীন করে তোলে।

১৯৬৮ সালে ‘ফার্স্টবর্ন’ কাব্যগ্রন্থের মাধ্যমে সাহিত্য জগতে উদয় হন লুইজ গ্লাক। এরপর দ্রুত তিনি আমেরিকান সমকালীন সাহিত্য জগতে শীর্ষস্থানীয় কবিদের মধ্যে আসন করে নেন।

১৯৪৩ সালে নিউ ইয়র্কে জন্ম নেওয়া গ্লাক বাস করছেন ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রিজে। লেখালেখির পাশাপাশি তিনি ইয়ালি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যাপনা করছেন। ১৯৯৩ সালে পুলিৎজার পুরস্কার এবং ২০১৪ সালে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড পেয়েছিলেন গ্লাক।

গ্লাকের এ পর্যন্ত ১২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রত্যেকটি কাব্যগ্রন্থেই নির্মলতার জন্য সংগ্রামের চিত্র উঠে এসেছে।

১৯০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১৫ জন নারী সাহিত্যে নোবেল পেয়েছিলেন। এবার গ্লাককে নিয়ে এই সংখ্যা ১৬ হলো।

উল্লেখ্য, ২০১৯ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন অস্ট্রিয়ার লেখক পিটার হান্ড। আর ২০১৮ সালে পেয়েছিলেন, পোল্যান্ডের লেখক ওলগা তোকার্তুক।

এএইচ/এমবি