ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

দায়িত্ব নিয়ে যা বললেন নতুন অ্যাটর্নি জেনারেল (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:২৪ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার

নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন

নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন

উচ্চ আদালতে দুর্নীতি রোধে কাজ করে যাবেন বলে জানিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। নারী নির্যাতন সংশ্লিষ্ট বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেবেন বলেও জানান তিনি। 

দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রতিক্রিয়ায় এসব বলেন তিনি। 

এ এম আমিন উদ্দিন দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল। আইনজীবী হিসেবে তিনি তিন দশকের বেশি সময় ধরে কাজ করছেন। 

আমিন উদ্দিন ১৯৮৯ সালের ২৮ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। দুইবার নির্বাচিত হয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসাবে।

সরকারের আস্থা বজায় রেখে দেশের সর্বোচ্চ আদালতে দুর্নীতি রোধে কাজ করে যাবেন বলে জানিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল।

নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, আমি চেষ্টা করবো তাদের আস্থার প্রতিধান দেওয়ার জন্য। আমার সর্বোচ্চ কিছু দিয়ে চেষ্টা করে যাব।

প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের অসমাপ্ত কাজ শেষ করার প্রতিশ্রুতি দেন তিনি। জানান অগ্রাধিকার ভিত্তিতে নারী নির্যাতনের মামলা নিষ্পত্তির উদ্যোগ নেবেন।

নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, মাহবুবে আলম অ্যাটর্নি জেনারেলের পদটিকে  যে অবস্থায় নিয়ে গেছেন আমি চেষ্টা করবো সেই অবস্থান ধরে রাখার জন্য। 

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিনকে নিয়োগ দেওয়া হয় গত বৃহস্পতিবার।

গত ২৭ সেপ্টম্বর দেশের ১৫তম অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম পরলোক গমন করেন। এর পর এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়।

এএইচ/এমবি