সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড
প্রকাশিত : ০১:৪৪ পিএম, ১১ মে ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৭:১৯ পিএম, ১১ মে ২০১৭ বৃহস্পতিবার
উয়েফা ইউরোপা লিগ ফুটবলে সেমিফাইনালের দ্বিতীয় লেগে সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড।
ম্যানচেস্টারের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টা ৫ মিনিটে। প্রথম লেগে সেল্টা ভিগোর মাঠে ১-০ গোলে জয় নিয়ে এগিয়ে রয়েছে ম্যানইউ। এই ম্যাচে প্রতিপক্ষের সাথে গোল শূন্য ড্র করলেও ফাইনাল নিশ্চিত হবে রেড ডেভিলসদের। আর সেল্টা ভিগোকে ফাইনালে যেতে হলে ফিরতি পর্বের ম্যাচে জিততে হবে বেশি ব্যবধানে। প্রথম লেগে হারলেও দ্বিতীয় লেগে জয় নিয়ে ঘুরে দাড়াতে আতœবিশ্বাসী প্রথমবারের মতো সেমিফাইানলে উঠা সেল্টা ভিগো। এদিকে, ঘরের মাঠে এমন সুযোগ কাজে লাগিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড।