ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

উৎপাদনশীলতা বৃদ্ধি এবং বাজারজাতকরণে সহায়তা বিষয়ক কর্মশালা

প্রকাশিত : ০৪:২৫ পিএম, ১১ মে ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৬:১৩ পিএম, ১১ মে ২০১৭ বৃহস্পতিবার

চট্টগ্রামে ক্ষুদ্র ও মাঝারি খামারিদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং উৎপাদিত পণ্য বাজারজাতকরণে সহায়তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে চট্টগ্রাম ভেটেরিনারি এনিম্যাল সাইয়েন্সেস বিশ্ববিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালা হয়। প্রাণিসম্পদ অধিদপ্তরের চট্টগ্রামের উপ-পরিচালক ডাক্তার মোহাম্মদ জাকের উল্লাহ’র সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বিভাগীয় প্রাণীসম্পদ দপ্তরের উপ-পরিচালক এ এইচ এম মনোয়ার হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।