ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

বাজার স্থিতিশীল রাখতে মনিটরিংয়ের দাবি

প্রকাশিত : ০৫:০৯ পিএম, ১১ মে ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৬:১৫ পিএম, ১১ মে ২০১৭ বৃহস্পতিবার

রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে মনিটরিংয়ের দাবি জানিয়েছে কোতয়ালী থানা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে এই দাবি জানানো হয়। সমাবেশে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, রমজান সামনে রেখে এক শ্রেনীর ব্যবসায়ি বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করছে। নিত্যপণ্যের বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার দাবিও জানানো হয় মানববন্ধন থেকে। কোতয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ ও মানববন্ধনে চট্টগ্রাম আওয়ামী লীগের অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।