ঢাকা, শনিবার   ২৯ জুন ২০২৪,   আষাঢ় ১৫ ১৪৩১

চট্টগ্রামে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার

প্রকাশিত : ০৫:২৪ পিএম, ১১ মে ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৬:১৯ পিএম, ১১ মে ২০১৭ বৃহস্পতিবার

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।
বৃহস্পতিবার ভোরে এই অভিযানে বাচা মিয়া এবং সাহব উদ্দিন নামে দু’জনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। পেশায় ইলেক্ট্রিক মিস্ত্রি সাহাবুদ্দিনের স্বীকারোক্তি অনুযায়ি নগরীর বালুচড়া এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর আগে পুলিশ ৪শ’ লিটার চোলাই মদসহ বাচা মিয়া নামে এক ব্যক্তিকে আটক করে। এ’ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।