৭ খুন মামলায় পলাতক আসামীদের জন্য আইনজীবী নিয়োগের আদেশ মুলতবি
প্রকাশিত : ০৬:০২ পিএম, ১১ মে ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৭:০১ পিএম, ১১ মে ২০১৭ বৃহস্পতিবার
নারায়ণগঞ্জের সাত খুন মামলায় পলাতক আসামীদের জন্য রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগের আদেশ সোমবার পর্যন্ত মুলতবি করেছেন আদালত।
বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন। এ মামলার ২৬ পলাতক আসামির জন্য রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ ও আসামিদের আপিল বিষয়ে আদেশের জন্য রাখা ছিল। এরইমধ্যে জামালউদ্দিন নামে এক পলাতক আসামি আত্মসমর্পণ করলে আদালত মামলাটি মুলতবি করে আদেশের জন্য আগামী সোমবার দিন নির্ধারণ করে দেন। গত ১৬ জানুয়ারি সাত খুন মামলায় ২৬ আসামিকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। মামলার ৩৫ আসামির মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে আছেন ২৩ জন।