ভিক্টোরিয়াকে ৮ উইকেটে হারিয়েছে আবাহনী
প্রকাশিত : ০৬:৪০ পিএম, ১১ মে ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৭:০১ পিএম, ১১ মে ২০১৭ বৃহস্পতিবার
ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে ভিক্টোরিয়াকে ৮ উইকেটে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থান আরো মজবুত করলো আবাহনী। লিজেন্ড অফ রূপগঞ্জকে ২৯ রানে হারিয়ে রান রেটে ৪ নম্বরে প্রাইম দোলেশ্বর এবং পারটেক্স স্পোটিং ক্লাবকে ২ উইকেটে হারিয়ে ১২ পয়েন্ট নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে মোহামেডান স্পোটিং ক্লাব।
ফতুল্লায় টস জিতে ব্যাট করতে নেমে আবাহনীর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১৩০ রানে অলআউট হয় ভিক্টোরিয়া। আরাফাত ৪৭, মেহেদী মাহবুব ৩৭ ও মোহিমিনুল খান ১১ রান করেন। বাকিরা দুই অঙ্কে যেতে ব্যর্থ হন। জবাবে লিটন ও সাদমানের হাফ সেঞ্চুরিতে ৮ উইকেটের সহজ জয় পায় আবাহনী। লিটন ৫০ রানে আউট হলেও সাদমান ৫৮ রানে অপরাজিত থাকেন।
বিকেএসপির ৪ নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে মার্শাল আইয়ুব ও শরিফুল্লাহর জোড়া হাফ সেঞ্চুরিতে ২৭৬ রান তোলে প্রাইম দোলেশ্বর। মারশাল ৬০ ও শরিফুল্লাহ ৮২ রান করেন। জবাবে হাসানুজ্জামান ও নাইম ইসলামের হাফ সেঞ্চুরি সত্তেও ৬ উইকেটে ২৪৭ রানে শেষ হয় লিজেন্ড অফ রূপগঞ্জের ইনিংস।
বিকেএসপির ৩ নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ২২৯ রান তোলে পারটেক্স স্পোটিং ক্লাব। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন রাকিন এছাড়া ৪০ রান আসে ইরফান শুক্কুরের ব্যাট থেকে। জবাবে তাইজুল ইসলামের অপরাজিত হাফ সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৩৪ রান তোলে জয়ের কন্দরে পৌছে মোহামেডান। তাইজল ৫৭ রানে অপরাজিত থাকেন।