লুটপাট করাই বিএনপির ভিশনঃ ওবায়দুল কাদের
প্রকাশিত : ০৬:৪৯ পিএম, ১১ মে ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৭:১৫ পিএম, ১১ মে ২০১৭ বৃহস্পতিবার
উন্নয়নের নামে লুটপাট করাই বিএনপির ভিশন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার রেল-ওভারপাস নির্মাণ কাজ পরিদর্শনের সময় এ মন্তব্য করেন তিনি। সেসময় ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে সন্ত্রাসবিরোধী র্যালিতে গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যা করাও বিএনপির ভিশন ছিল বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ৫ বছরে আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল।