ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

জ্বালানি সংকট সমাধানে দেশে ৩ থেকে ৪টি এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা রয়েছে- নসরুল হামিদ

প্রকাশিত : ০২:৫১ পিএম, ১৫ মার্চ ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০২:৫১ পিএম, ১৫ মার্চ ২০১৬ মঙ্গলবার

lngজ্বালানি সংকট সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেশে ৩ থেকে ৪টি এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক কর্মশালায় একথা বলেন তিনি। তিনি বলেন, ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার কথা মাথায় রেখেই কাজ করছে সরকার। তবে তরল প্রাকৃতিক গ্যাস এলএনজির বাজারের অস্থিতিশীলতার কথা তুলে ধরে দক্ষতার সঙ্গে এ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে মনে করেন তিনি।