ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগরের পল্লী স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা
প্রকাশিত : ১১:৪৮ এএম, ১২ মে ২০১৭ শুক্রবার | আপডেট: ১২:৪৭ পিএম, ১২ মে ২০১৭ শুক্রবার
নজরদারী আর সংস্কারের অভাবে বেহাল দশা ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগরের ১০ শয্যা বিশিষ্ট পল্লী স্বাস্থ্যকেন্দ্র। ফলে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন ১০টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ।
গুনিয়াউক পল্লী স্বাস্থ্যকেন্দ্র। এখানে দ্ইুজন মেডিকেল অফিসারসহ ১৫জন স্টাফের প্রয়োজন থাকলেও রয়েছে একজন পিয়ন আর নাইট গার্ড। হাওরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষে ১৯৬৫ সালে ২ একর ৯০ শতক জায়গায় নির্মান করা হয় এই স্বাস্থ্যকেন্দ্র।
নাসিরনগর উপজেলার সাথে হাওরাঞ্চলের মানুষের যোগাযোগ মাধ্যম বর্ষায় নৌকা আর শুকনায় পায়ে হাটা।
মুক্তিযুদ্ধের সময় আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা দেয়া হতো এই স্বাস্থ্যকেন্দ্রে। এটি উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রায় ১০কি.মি দূরে।
সময়ের দাবীতে স্বাস্থ্যকেন্দ্রটি নির্মান হলেও হালে এখন এটি বিলুপ্তির পথে। একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে যা যা প্রয়োজন, তার কিছুই নেই এখানে।
প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত কেন্দ্রটির সংস্কার ও প্রয়োজনীয় লোকবল নিয়োগ দেয়ার দাবি নাছিরনগরবাসীর।