ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম বেড়েছে

প্রকাশিত : ১২:৫৪ পিএম, ১২ মে ২০১৭ শুক্রবার | আপডেট: ০২:১৬ পিএম, ১২ মে ২০১৭ শুক্রবার

রাজধানীর বাজারে বেড়েছে বেশ কিছু নিত্যপণ্যের দাম। গত সপ্তাহের তুলনায় চিনি, ছোলা, মুগ ডাল ও চালের দাম বেড়েছে। তবে, স্থিতিশীল রয়েছে মাছ, সবজি, পেঁয়াজ, আদা, রসুনের দাম। এদিকে, সরবরাহ কমের অজুহাতে কেজিতে ২০ টাকা বেড়েছে গরুর মাংসের দাম। বাজার স্থিতিশীল রাখতে মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন ক্রেতারা।
রমজান মাস না আসতেই বেড়েছে ইফতারের অন্যতম আনুষঙ্গিক পণ্য ছোলার দাম । সেই সাথে বেড়েছে মুগ ডাল ও চিনির দাম। তবে স্থিতিশীল রয়েছে তেল, পেঁয়াজ, আদা, রসুনের দাম।
এদিকে গেলো কয়েকমাস ধরেই অস্থিতিশীল চালের বাজার। এ সপ্তাহে আবারো বেড়েছে স্বর্ণ,মিনিকেট ও নাজির শাইল চালের দাম ।
এদিকে অন্যান্য দিনের তুলনায় ছুটির দিনে সবজির বাজার-দর অনেকটা স্থিতিশীল বললেন দোকানীরা। ঢ়েড়স,পটল কেজী ২০ টাকা, বেগুন,করলা,কাকরোল ৩০ টাকা দরে বিক্রি করছে দোকানীরা। তবে ক্রেতারা বলছেন মৌসুমী সবজির দাম আরও কমা উচিত।
মাছের বাজারে ছোট মাছ পাবদা ৫০০ থেকে ৫৫০ টাকা, ছোট চিঃড়ি ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম বেশী বলে অভিযো ক্রেতাদের।
খাসী ও ছাগলের দাম না বাড়লেও বেঢ়েছে গরুর মাংসের দাম।
দাম আরও বাড়ার কথা জানান দোকানীরা।