ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ভোলায় মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:১৭ পিএম, ১৪ অক্টোবর ২০২০ বুধবার

ভোলায় ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা সফল করতে কোস্টগার্ডসহ মৎস্য বিভাগ অভিযান শুরু করেছে। 

গত রাত ১২ টা থেকে আজ দুপুর পর্যন্ত  ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে কোস্টগার্ডের ব্যাপক তৎপরতায় কোন মাছ ধরা ট্রলারকে নদীতে মাছ ধরতে দেখা যায়নি। এমনকি  কোন জেলে আটক হয়নি।
 
এদিকে বুধবার সকালে কোস্টগার্ডের পক্ষ থেকে জেলেদের সচেতনার করার লক্ষে ভোলার ইলিশা তালতলিসহ বিভিন্ন মাছঘাটে কোস্টগার্ড দক্ষিণ জোনের  জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মনঞ্জুরুল করিম চৌধুরী লিফলেট বিতরণ করা হয়েছে।

এদিকে কোস্টগার্ড ইলিশ রক্ষায় ১৬টি স্থায়ী ও  লালমোহনে ১টি অস্থায়ী ষ্টেশন বরিশাল বিভাগের ৫টি জেলায় টহল কার্যক্রম শুরু করেছে।  
কেআই//