বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস আজ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪৬ এএম, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৪৬ এএম, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
আজ ‘বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস’। এবার দিবসটির প্রতিপাদ্য ‘সাদাছড়ির উন্নতি, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির অগ্রগতি।’
দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা, সামাজিক মর্যাদা এবং তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১৯৭৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ১৫ অক্টোবরকে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সাদাছড়ি বহনকারী দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে নিরাপদে পথ চলতে সাহায্য করার উদ্দেশ্যে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোই এ দিবসের মূল লক্ষ্য।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হচ্ছে। তবে করোনার কারণে এবার সীমিত পরিসরে দিবসটি পালন করা হবে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সুবর্ণ ভবন মিলনায়তনে আলোচনা সভা, দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও স্মার্ট হোয়াইটক্যান বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন সমাজকল্যাণমন্ত্রী নূরুজ্জামান আহমেদ।
এসএ/