নোয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত : ০২:৫৬ পিএম, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
‘উন্নত স্যানিটেশন নিশ্চিত কর’ স্লোগানে নোয়াখালীতে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক খোরশেদ আলম খান।
পরে জেলা প্রশাসকের সভা কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র দাসের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক খোরশেদ আলম খান, পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহানসহ অনেকে।
বক্তারা বলেন, ‘উন্নত স্যানিটেশন ব্যবস্থা ও বার বার নিয়ম মেনে হাত ধোয়াই পারে মানুষকে করোনাসহ বিভিন্ন জীবাণু থেকে মুক্তি দিতে। করোনা আমাদেরকে শিখিয়ে দিয়েছে হেয়ালি নয়, জীবন বাঁচাতে প্রত্যেকে মাক্স ব্যবহার, বারবার নিয়ম মেনে হাত ধুতে হবে।’
প্রত্যেককে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
এআই/এমবি