৯ ধরনের রোগীরা ওমরাহ করতে পারবেন না
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:০৪ পিএম, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
করোনাভাইরাস পরিস্থিতিতে আপাতত ৯ ধরনের রোগীকে ওমরাহ পালন না করতে আহ্বান জানিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনার এ সময়ে স্বাস্থ্যঝুঁকিপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার স্বার্থে ওমরাহ ও জিয়ারত থেকে বিরত থাকার আহ্বান জানান তারা।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের নিজস্ব টুইটার অ্যাকাউন্টে এসব রোগীর তথ্য তুলে ধরা হয়েছে। উল্লেখিত রোগের বিবরণগুলো নিম্নে তুলে ধরা হলো-
- যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। যারা ছয় মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন।
- যারা হৃদরোগে আক্রান্ত।
- যাদের হার্টের অবস্থা দুর্বল এবং এ রোগে ছয় মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
- যারা উচ্চ রক্তচাপে আক্রান্ত এবং এ রোগে ছয় মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন।
- যারা এইচআইভি আক্রান্ত এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে।
- গর্ভবতী নারী।
- যারা লিভার ডিজিজে আক্রান্ত।
- যারা দীর্ঘ সময় ধরে বক্ষব্যাধিতে আক্রান্ত।
এছাড়া অন্য যে কোনো রোগে আক্রান্তদের জন্যও এ মুহূর্তে ওমরাহ না করতে উপদেশ দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের আরও কিছু দিন অপেক্ষা করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, মহামারী করোনায় প্রায় সাত মাস বন্ধ থাকার পর গত ৪ অক্টোবর থেকে ওমরাহ পালন শুরু হয়। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ ও জিয়ারতের সিদ্ধান্ত নেয় সৌদি সরকার। তবে প্রথমে ৬ হাজার ব্যক্তি, ১৮ অক্টোবর থেকে ১৫ হাজার মানুষ এবং পহেলা নভেম্বর থেকে ৬০ হাজার মানুষ ওমরাহ পালন করার সুযোগ পাবেন।
এএইচ/এমবি