করোনা অনেকের জন্য দীর্ঘমেয়াদী অসুস্থতায় পরিণত হচ্ছে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:০৯ পিএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার
মহামারি করোনা অনেকের জন্য দীর্ঘমেয়াদী অসুস্থতায় পরিণত হচ্ছে। দেহের ভেতরের অঙ্গ-প্রত্যঙ্গ চিরতরে বিকল হয়ে যাওয়া, চরম অবসাদ ও বারবার করোনা পজিটিভ হচ্ছেন হাজার হাজার মানুষ। কোনো লক্ষণ না থাকার পরও বড় ধরনের অসুস্থতার শিকার হচ্ছেন অনেকে।
সম্প্রতি যুক্তরাজ্যে ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ রিসার্চের গবেষণায় উঠে এসেছে এমেনই সব তথ্য।
এমনি একজন অস্ট্রেলিয়ার মিরাবাই নিকোলসন। চলতি বছরের মার্চে করোনায় আক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শে ৬ সপ্তাহ আইসোলেশনে থাকার পর সুস্থ বোধ করেন। ফিরে আসেন স্বাভাবিক জীবনে। ৩ দিনের মাথায় হঠাৎ অসুস্থ, পরীক্ষায় আবারও পজিটিভ। দীর্ঘ সময় কাটান হাসপাতালে। তবে আগের মতো আর সুস্থ বোধ করছেন না। খুব অল্প কাজেই চরম ক্লান্ত বোধ করেন।
মিরাবাইয়ের মতো এমন বিশ্বের হাজার হাজার মানুষ সুস্থ হওয়ার পরও দীর্ঘমেয়াদে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার মুখোমুখি হচ্ছেন।
ব্রিটিশ ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ রিসার্চের গবেষণায় এমন চার ধরনের শারীরিক অসুস্থতার কথা উঠে আসে। এর মধ্যে রয়েছে অভ্যন্তরীণ অঙ্গ-প্রতঙ্গ চিরতরে বিকল, চরম ক্লান্তি ও বার বার করোনার লক্ষণ ফিরে আসা।
গবেষকরা জানান, করোনা আক্রান্ত অধিকাংশ মানুষেরই মৃদু লক্ষণ দেখা দেয় এবং দুই-তিন সপ্তাহের মধ্যে তারা সুস্থও হয়ে ওঠে। অনেকের আবার কোনো লক্ষণই প্রকাশ পায় না, মৃত্যু ঝুঁকিও কম। তবে দীর্ঘমেয়াদে এসব মানুষের অসুস্থতার মাত্রা আরও ভয়াবহ। মানসিকভাবে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা।
বিশ্বে এ পর্যন্ত করোনা থেকে বেঁচে ফিরেছেন প্রায় ৩ কোটি মানুষ। আপাত দৃষ্টিতে অনেকেই নিজেকে করোনামুক্ত মনে করলেও দীর্ঘমেয়াদে তাদেরই মৃত্যুঝুঁকি বেশি হতে পারে বলে আশঙ্কা গবেষকদের।
এআই//এমবি