ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

এফবিসিসিআই নির্বাচনে কারচুপির আশংকা

প্রকাশিত : ০৬:২৮ পিএম, ১২ মে ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:৪৩ পিএম, ১২ মে ২০১৭ শুক্রবার

এফবিসিসিআই নির্বাচনে কারচুপির আশংকা করছেন ব্যবসায়ী ঐক্য ফোরামের প্রার্থীরা।
শুক্রবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ আশংকার কথা জানান তারা। বর্তমান কমিটি ব্যবসায়ীদের স্বার্থে কোন কাজ করতে পারেনি  অভিযোগ করে, ফোরামের প্রার্থীরা বিজয়ী হলে এফবিসিসিআইয়ের সংস্কার করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সুষ্ঠ নির্বাচনের স্বার্থে আইন শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি গণমাধ্যমকেও এগিয়ে আসার আহবান জানানো হয় এসময়।