ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

করোনায় আক্রান্ত তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪০ এএম, ১৭ অক্টোবর ২০২০ শনিবার

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। তবে তার শারীরিক অবস্থা ভালো আছে।

শুক্রবার দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেছেন তথ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন। 

তিনি জানান, করোনা শনাক্ত হওয়ার পর মন্ত্রীকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা ভালো আছে। তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

মন্ত্রণালয়ের এক সূত্রে জানা যায়, তথ্যমন্ত্রী রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) থেকে করোনা পরীক্ষা করালে তার ফল পজেটিভ আসে। এরপর তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।

করোনাকালে প্রায় প্রতিদিনই সচিবালয়ে দাফতরিক কাজ করছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এ সময়ে বিভিন্ন কাজে মন্ত্রণালয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন তিনি।

এএইচ/