গাংনীতে নিখোঁজ ভিক্ষুকের মরদেহ উদ্ধার
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত : ১০:২৭ এএম, ১৭ অক্টোবর ২০২০ শনিবার
মেহেরপুরের গাংনীতে চিকিৎসা নিতে যাওয়া নিখোঁজ ভিক্ষুক জোহরা খাতুনের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদের আনসার ভিডিপি অফিসের সামনে থেকে তার উদ্ধার করা হয়।
তিনি ওই উপজেলার রাইপুর গ্রামের মৃত তাহাজ উদ্দীনের মেয়ে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, ‘শুক্রবার দুপুরে কুষ্টিয়া জেলার দৌলৎপুর উপজেলার খলিশাখুন্ডি বাজার এলাকায় ভিক্ষা করতে গিয়ে একটি পাখি ভ্যানের ধাক্কায় আহত হন জোহরা খাতুন। পরে এক ভ্যানচালক তাকে চিকিৎসার গাংনী রাজা ক্লিনিকে নিয়ে যান। এরপর সেখান থেকে ভ্যানচালক ও ভিক্ষুক জোহরা খাতুন নিখোঁজ হন।’
তিনি আরও জানান, ‘শনিবার সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে উপজেলা পরিষদে জহুরা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত সেই ভ্যানচালক রাতের আধারে বৃদ্ধা জোহরান মরদেহ ফেলে রেখে চলে গেছে।’
রাইপুর ইউনিয়ন পরিষদের সদস্য হযরত আলী জানান,‘পাখিভ্যানের ধাক্কায় জোহরা খাতুন আহত হয়েছেন এমন সংবাদ পেয়ে খলিশাখুন্ডিসহ পার্শ্ববর্তী এলাকায় শুক্রবার রাত ১১টা পর্যন্ত সন্ধান করেও তাকে পাওয়া যায়নি। পরে শনিবার সকালে উপজেলা পরিষদে মরদেহ পাওয়া গেছে। ’
গাংনী উপজেলা নির্বাহী অফিসার সেলিম শাহনেওয়াজ জানান, ‘উপজেলা পরিষদে আনসার ভিডিপি কার্যালয়ের সামনে অজ্ঞাত এক বৃদ্ধার লাশ পড়ে আছে এমন সংবাদ পেয়ে পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’
এআই//এমবি