আর্মেনিয়া-আজারবাইজান সংঘাতে তুরস্ক দায়ী: যুক্তরাষ্ট্র
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৫৬ পিএম, ১৭ অক্টোবর ২০২০ শনিবার
বিতর্কিত নাগোরনো কারাবাখকে কেন্দ্র করে আর্মেনিয়া এবং আজারবাইজানের নতুন করে সংঘাতের জন্য তুরস্ককে দায়ী করছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, এ সংঘাতের কলকাঠি নাড়ছে তুরস্ক।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
এদিকে, দীর্ঘ আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির পরেও নতুন করে সংঘাত শুরু জন্য আর্মেনিয়াকে দায়ী করে এর পাল্টা জবাব দিয়েছে তুরস্কও। তবে রাশিয়া ও ইরান বারবার দুই দেশকে যুদ্ধ থামিয়ে বৈঠকে বসার আহ্বান জানিয়ে আসছে।
এছাড়া রাশিয়া, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের যৌথ কমিটি দুই দেশের মধ্যে আলোচনার প্রস্তাব দিয়েছে।
এআই//এমবি