ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

বাগেরহাটে একযোগে ৮৪ স্থানে ধর্ষণ ও নির্যাতনবিরোধী সমাবেশ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০৮:২২ পিএম, ১৭ অক্টোবর ২০২০ শনিবার

জন সচেতনতা তৈরি করতে বাগেরহাটে একযোগে ৮৪ স্থানে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা পুলিশের আয়োজনে জেলার বিভিন্ন এলাকায় বিট পুলিশিং-এর অংশ হিসেবে এসব সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশ নেন।

শনিবার (১৭ অক্টোবর) শহরের যদুনাথ ইনষ্টিটিউট চত্বরে এক সমাবেশের উদ্বোধন করেন পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়। পরে দুপুরে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সভায় বক্তব্য দেন পুলিশ সুপার।

এদিকে, মোরেলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান এইচএম মাহামুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- ইউনিয়ন বিট পুলিশিংয়ের এসএই কাজল ঘোষ, মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম, বিবি আফসার আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। 

বক্তব্য রাখেন- ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, যুবলীগ সভাপতি মশিউর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ নেত্রী জাহানারা খুকি, মিলন শেখ, মেম্বর আব্দুল লতিফ কাজী, মো. নূরুজ্জামান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন- নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে সচেতন থাকতে হবে। নিজের পরিবারের সকল সদস্যকে ধর্ষণ ও মাদকের মতো মহামারী থেকে দূরে রাখতে হবে। সন্তানদেরকে সার্বক্ষণিক নজরদারিতে রাখার আহ্বান জানান বক্তারা। 

এছাড়া নারী নির্যাতন, ধর্ষণসহ যে কোনও অপরাধ রুখতে সকলে মিলে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

এছাড়াও জেলার ৯টি উপজেলায় স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যা, ঈমাম, শিক্ষক-শিক্ষিকা, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, সুধিজন অংশগ্রহণ করে। ৭৫টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় ৮৪টি বিট থেকে ধর্ষণ ও নারী শিশু নির্যাতন বিরোধী সভা করছে বাগেরহাট জেলা পুলিশ।

এনএস/