ব্রাহ্মণবাড়িয়ায় রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত : ০৪:৫৬ পিএম, ১৮ অক্টোবর ২০২০ রবিবার
ব্রাহ্মণবাড়িয়ায় লাইসেন্সের নামে রিক্সা চালকদের উপর হয়রাণি বন্ধ, যানজট নিরসনে সড়ক প্রশস্তকরণ ও শহরের মেড্ডা থেকে ভাদুঘর পর্যন্ত তিতাস নদীর পাড় দিয়ে সড়ক নির্মাণসহ ৫ দফা দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।
রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে সদর উপজেলা রিক্সা ও ভ্যান শ্যমিক ইউনিয়ন আয়োজিত মানববন্ধনে এলাকার রিক্সা শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহন করে। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, সদর উপজেলা রিকসা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের আহবায়ক নূরে আলম, সদস্য সচিব সাহেদ মিয়া প্রমূখ। বক্তারা রিক্সা ও ভ্যান শ্রমিকদের স্বার্থ বিবেচনা করে লাইসেন্সের নামে হয়রাণি বন্ধসহ ৫ দফা দাবী বাস্তবায়নে পৌর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
আরকে//