ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

কালের কণ্ঠকে হটিয়ে পরের রাউণ্ডে একুশে টিভি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৪১ পিএম, ১৮ অক্টোবর ২০২০ রবিবার | আপডেট: ০৫:৪৬ পিএম, ১৮ অক্টোবর ২০২০ রবিবার

করোনা মহামারীকে পাশ কাটিয়ে আবারো মাঠে গড়ালো ওয়ালটন স্মার্ট ফ্রিজ-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২০। আজ রোববার শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের দ্বিতীয় ম্যাচে কালের কণ্ঠকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে পরের রাউণ্ডে পৌঁছেছে একুশে টেলিভিশন (ইটিভি)। 

আজ সকালে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই সমান তালে লড়তে থাকে দুই দল। তবে, কার্যকর ফিনিশিংয়ের অভাবে নির্ধারিত সময়ে কাঙ্খিত গোলের দেখা পায়নি কোনও দল। এতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। পরে ফলাফল নির্ধারিত হয় টাইব্রেকারে। 

পেনাল্টি শ্যুট আউটে একুশে টিভির হয়ে জসিম জুয়েল ও সৌরভ ইমাম একটি করে গোল আদায় করেন। তবে, প্রতিপক্ষ খেলোয়াড়দের শ্যুট করা চারটি গোল সেভ করে আরও একবার ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন একুশে টিভির গোলরক্ষক আল আমিন আজাদ।

উল্লখ্য, এর আগে গত ১৫ মার্চ অনুষ্ঠিত প্রথম ম্যাচে এটিএন বাংলাকে ২-০ গোলে উড়িয়ে দেয় একুশে টেলিভিশন (ইটিভি)। সে ম্যাচেও পেনাল্টি শ্যুট আউটে একুশে টিভির হয়ে একটি করে গোল আদায় করেন জসিম জুয়েল ও সৌরভ ইমাম। তবে প্রতিপক্ষের শ্যুট করা দুটি গোল সেভ করে ম্যাচ সেরা নির্বাচিত হন গোলরক্ষক আল আমিন আজাদ।

এবারের আসরে অংশ নিয়েছে সর্বমোট ৪৮টি মিডিয়া হাউজ। ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত এই ফুটবল আসরের ফাইনাল গত ২৪ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে এতোদিন খেলা স্থগিত থাকায় তা পিছিয়ে গেছে। আগামী দুই একদিনের মধ্যেই ফাইনাল অনুষ্ঠিত হবে। যেখানে চ্যাম্পিয়ন দল পাবে নগদ ৪০ হাজার টাকার প্রাইজমানি। সঙ্গে থাকছে আকর্ষণীয় ট্রফি। আর রানার্সআপ দলকে দেয়া হবে ২০ হাজার টাকার প্রাইজমানিসহ ট্রফি। 

আরও থাকছে- ফেয়ার প্লে ট্রফি এবং সর্বোচ্চ গোলদাতার ট্রফি। এছাড়া প্রতি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তো থাকছেই। অংশগ্রহণকারী দলগুলো প্রতি ম্যাচে পাবে ১ হাজার টাকা করে ম্যাচ ফি। 

ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের কাঠামো হলো- সিক্স-এ সাইড। অর্থাৎ প্রতি দলে এক ম্যাচে ৬ জন খেলোয়াড় একসঙ্গে মাঠে খেলতে পারবেন। তবে প্রতিটি খেলায় প্রত্যেক দলের নূন্যতম ৫ জন খেলোয়াড়কে অংশ নিতে হবে। প্রতি দলে কোচ ও ম্যানেজারসহ সর্বমোট ১০ জন সদস্য থাকবেন। কোচ ও ম্যানেজার ডিআরইউ সদস্য হলে ম্যাচেও খেলতে পারবেন।

অংশগ্রহণকারী দলগুলো হলো: 
একুশে টিভি, কালের কণ্ঠ, বাংলাদেশ টেলিভিশন, বিডিনিউজ২৪.কম, সংবাদ প্রতিদিন, আরটিভি, এশিয়ান টিভি, করতোয়া, আমার সংবাদ, জাগো নিউজ-২৪, আমাদের সময়, যমুনা টিভি, জনকণ্ঠ, এটিএন বাংলা, নয়া দিগন্ত, বার্তা-২৪, রেডিও টুডে, নিউএইজ, অবজারভার, রাইজিংবিডি, মানবজমিন, জিটিভি, চ্যানেল আই, এটিএন নিউজ, ভোরের কাগজ, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), সংগ্রাম, ইউএনবি, আজকালের খবর, সমকাল, যুগান্তর, চ্যানেল ২৪, ৭১ টিভি, নিউ নেশন, বাংলাভিশন, বাংলাদেশ প্রতিদিন, সংবাদ, খোলা কাগজ, জবাবদিহি, ঢাকা টাইমস, নাগরিক টিভি, বাংলাদেশ পোস্ট, বাংলাদেশের খবর, সময়ের আলো, ইনকিলাব, ইত্তেফাক, ভোরের ডাক ও ডেইলি সান।

এনএস/