ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

এফবিআই’র সাবেক প্রধানকে হুমকির অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

প্রকাশিত : ১২:০১ পিএম, ১৩ মে ২০১৭ শনিবার | আপডেট: ১২:২৯ পিএম, ১৩ মে ২০১৭ শনিবার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এফবিআই’র সাবেক প্রধান জেমস কোমিকে হুমকি দেয়ার যে অভিযোগ উঠেছে, তা ভিত্তিহীন বলে দাবি করেছে হোয়াইট হাউস।
স্থানীয় সময় শুক্রবার সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসার এ’সব কথা বলেন। এ’ নিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর সত্য নয় বলে দাবি করেন তিনি। আর জেমস কোমিকে নিয়ে লেখা ট্রাম্পের টুইটার বার্তা কোনো হুমকি নয় বলেও জানান তিনি। গত জানুয়ারিতে ট্রাম্প ব্যক্তিগতভাবে জেমস কোমিকে আনুগত্য স্বীকার করতে বলেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। গত মঙ্গলবার আকস্মিকভাবে জেমস কোমিকে বরখাস্তের পর থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়ে ট্রাম্প প্রশাসন।