শিরোপা নিশ্চিত করেছে চেলসি
প্রকাশিত : ১২:০২ পিএম, ১৩ মে ২০১৭ শনিবার | আপডেট: ১২:২৭ পিএম, ১৩ মে ২০১৭ শনিবার
ইংলিশ প্রিমিয়ার লিগে দুই ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছে চেলসি। ওয়েস্ট ব্রমউইচ আলবিওনকে ১-০ গোলে হারিয়েছে ব্লুজরা।
ক্লাবের ইতিহাসে চেলসির এটি ষষ্ঠ আর গত ১৩ বছরে পঞ্চম শিরোপা। ওয়েস্ট ব্রমের মাঠে প্রথমার্ধ ছিলো গোল শূন্য। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় আন্তোনিও কোন্তের শিষ্যরা। ৮২ মিনিটে পেদ্রোর বদলি নামা মিচি বাতসুয়াইয়ের গোলেই জয় তুলে নেয় চেলসি। ৩৬ ম্যাচ শেষে চ্যাম্পিয়ন চেলসির পয়েন্ট ৮৭। আর এক ম্যাচ কম খেলা টটেনহ্যাম হটস্পার ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লিভারপুল।