খালেদা জিয়া ক্ষমতা পেলে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করবেন
প্রকাশিত : ০২:১১ পিএম, ১৩ মে ২০১৭ শনিবার | আপডেট: ০২:৫০ পিএম, ১৩ মে ২০১৭ শনিবার
বিএনপি নেত্রী খালেদা জিয়া ক্ষমতা পেলে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করবেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শনিবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ে মন্ত্রী আরো বলেন, খালেদা তার ভিশন ২০৩০ তে অনেক কিছুই কৌশলে এড়িয়ে গেছেন। এছাড়া যেহেতু তিনি অতীত দুষ্কর্ম সম্পর্কে ভুল স্বীকার করেননি, তার রাজনৈতিক অবস্থারও কোন পরিবর্তন হয়নি। ক্ষমতায় গেলে খালেদা বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করবেন বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।