আজ বিশ্ব অস্টিওপোরোসিস দিবস
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:২১ এএম, ২০ অক্টোবর ২০২০ মঙ্গলবার
বিশ্ব অস্টিওপোরোসিস দিবস আজ। প্রতিবছর ২০ অক্টোবর বিশ্বব্যাপী নানা সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। দেশে সরকারি পর্যায়ে এ দিবস পালনে তেমন গুরুত্ব দেওয়া হয় না। তবে এবার করোনার সংক্রমণ রোধে বেসরকারি পর্যায়েও বিভিন্ন হাসপাতাল ও সংস্থা দিবসটি উপলক্ষে তেমন কোনো উদ্যোগ গ্রহণ করেনি।
অস্টিওপোরোসিস হলো হাড় ছিদ্র রোগ।
বিশেষজ্ঞরা জানান, অস্টিওপোরোসিস হলো হাড় ছিদ্র রোগ। মানুষের ৪০ বছর বয়সের পর থেকেই হাড়ের ভেতরে খনিজ, বিশেষ করে ক্যালসিয়াম ও ফসফেটের পরিমাণ কমতে শুরু করে। এ কারণে হাড় ভঙ্গুর হয়ে যায়। এই হাড় ক্ষয় ধীরে ধীরে বৃদ্ধি পেলেও কোনো লক্ষণ প্রকাশ পায় না।
প্রসঙ্গত, অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয় রোগ এমন একটি অসুখ যার ফলে হাড়ের ঘনত্ব নির্দিষ্ট মাত্রায় কমে যাওয়ায় হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে যায়। ২০ থেকে ৩৫ বছর হাড় তার পূর্ণতা লাভ করে, তারপর ৪০ বছরের পর থেকে হাড় তার ক্যালসিয়াম ও ফসফেট হারাতে থাকে, এর ফলে হাড়ের পরিবর্তন হয়, দুর্বল ও ভঙ্গুর হয়ে যায়। ৫০ বছর বয়সে ১৫ ভাগ এবং ৭০-৮০ বছর বয়সে ৩০ ভাগ মহিলার হিপ বোন বা নিতম্বের হাড় ভেঙে যায়।
এসএ/