প্লট ও ফ্ল্যাট কেনার ক্ষেত্রে টাকার উৎস্য নিয়ে প্রশ্ন না তোলা
প্রকাশিত : ০৫:০৫ পিএম, ১৩ মে ২০১৭ শনিবার | আপডেট: ০৭:২৪ পিএম, ১৩ মে ২০১৭ শনিবার
প্লট ও ফ্ল্যাট কেনার ক্ষেত্রে টাকার উৎস্য নিয়ে প্রশ্ন না তোলার দাবি জানিয়েছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে সংবাদ সম্মেলনে, আবাসন ব্যবসার মন্দাভাব কাটাতে ১২ দফা দাবি তুলে ধরেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া। তার দাবি, আবাসন খাতে বিনিয়োগ না হওয়ায় দেশ থেকে বিপুল পরিমান অর্থ পাচার হয়ে যাচ্ছে। তিনি বলেন, বাজেটে রডের উপর ১৫ শতাংশ ভ্যাট বসালে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। এছাড়াও গ্রাহকদের স্বল্প সুদে ঋণ দিতে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠনেরও দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।