দুর্গোৎসব উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে ৭ দিন আমদানি-রফতানি বন্ধ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:২৩ পিএম, ২১ অক্টোবর ২০২০ বুধবার
শারদীয় দুর্গোৎসব ও লক্ষীপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্য সাত দিন বন্ধ থাকবে।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জানান, দুর্গোৎসব উপলক্ষে ২২ অক্টোবর বৃহস্পতিবার থেকে ২৬ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনে স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। পরে ৩০ অক্টোবর সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকলেও লক্ষীপূজা উপলক্ষে ৩১ অক্টোবর বাণিজ্য বন্ধ থাকবে। ১ নভেম্বর থেকে স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম ফের শুরু হবে।
আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আবদুল হামিদ জানান, পূজা উপলক্ষে বন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও করোনা পরিস্থিতির কারণে দু’দেশে আটকেপড়া পাসপোর্টধারী ও কূটনৈতিক পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্যদিনের মতোই স্বাভাবিক থাকবে।
কেআই//