তালেবানের হামলায় আফগানিস্তানে ২৫ সেনা নিহত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:০৬ পিএম, ২১ অক্টোবর ২০২০ বুধবার
আকস্মিকভাবে তালেবানের হামলায় আফগানিস্তানে অন্তত ২৫ সেনা সদস্য নিহত হয়েছে। আফগানিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাখার প্রদেশে এ হামলার ঘটনা ঘটেছে।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জাওয়াদ হেজরি আজ (বুধবার) ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানের এখনো সংঘর্ষ চলছে। তিনি বলেন, সংঘর্ষে তালেবান গেরিলারাও ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।
জাওয়াদ হেজরি বলেন, আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি অভিযানে যাচ্ছিল, পথেই তারা তালেবানের হামলার মুখে পড়ে।
তাখার জনস্বাস্থ্য বিভাগের পরিচালক আব্দুল কায়ুম কানি হামলার কথা নিশ্চিত করেছেন। তবে তিনি বলেন, তালেবানের হামলায় নিরাপত্তা বাহিনীর ৩৪ সদস্য নিহত হয়েছেন। এরমধ্যে প্রাদেশিক পুলিশের উপপ্রধানও রয়েছেন।
আফগানিস্তানের যখন শান্তি প্রতিষ্ঠার জন্য তালেবান ও সরকারি প্রতিনিধিদলের মধ্যে আলোচনা চলছে তখন গত কয়েকদিন ধরে সহিংসতা বেড়েছে। এরই অংশ হিসেবে আজকের এ সংঘর্ষের ঘটনা ঘটলো।
এসি