ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

প্রথম ধাপের ইউপি নির্বাচনে গোপালগঞ্জে ভোট-যুদ্ধে মাঠে নেমেছেন প্রার্থীরা

প্রকাশিত : ০৩:২৪ পিএম, ১৫ মার্চ ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৩:২৭ পিএম, ১৫ মার্চ ২০১৬ মঙ্গলবার

ইউপি নির্বাচনের প্রথম ধাপে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৫ ইউনিয়নে নির্বাচন হবে। প্রতীক বরাদ্দের পর পোস্টার ছাপানোর ব্যস্ততার পাশাপাশি, ভোট-যুদ্ধের মাঠে নেমেছেন প্রার্থীরা। ভোট চাওয়ার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্র“তি। তবে ভোটাররা বলছেন, যোগ্য প্রার্থী দেখেই ভোট দেবেন তারা। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জের ছাপাখানাগুলো সরগরম। প্রতিক বরাদ্দের পর পোস্টার ছাপাতে ব্যস্ত প্রার্থীরা। প্রথম ধাপে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি, কুশলি, বর্নি, গোপালপুর ও ডুমুরিয়া ইউনিয়নে নির্বাচন হবে। এরিমধ্যে ৩ ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। বাকি ২ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীদের পাশাপাশি ভোট যুদ্ধে নেমেছেন দলটির বিদ্রোহী প্রার্থীরা। এদিকে, প্রার্থীরা এলাকার উন্নয়নসহ নানা প্রতিশ্রুতি দিলেও ভোটাররা বলছেন, বুঝে শুনেই ভোট দেবেন তারা। টুঙ্গিপাড়া উপজেলার এই ৫ ইউনিয়নে ভোটার সংখ্যা ৬২ হাজার ২১৫ জন।