ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

ফেনীর ১৩৮টি মন্ডপে চলছে দুর্গাপূজা

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৭ এএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

করোনার প্রকোপ এড়াতে ফেনীতে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপনের আয়োজন সীমিত করা হয়েছে। জেলার  ১৩৮টি মন্ডপে আজ বৃহস্পতিবার শুরু হয়েছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব। 

তবে এবার হচ্ছে না মেলা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সকালে ঘট স্থাপনের মধ্যদিয়ে ষষ্ঠী বিহিত পূজা আরম্ভ হয়। তবে স্বাস্থ্যবিধি মানার কথা থাকলেও তেমন কোন পদক্ষেপ লক্ষ্য করা যায়নি মন্ডপগুলোতে। মাস্ক ছাড়াই ভক্তরা আসছেন পুজো দিতে। পূজায় মায়ের কাছে প্রার্থনা থাকবে তিনি যেন পুরো পৃথিবীর মানুষকে সকল অমঙ্গল থেকে রক্ষা করেন। 

বিশেষ করে অজানা ব্যাধি-ভাইরাস থেকে যেন মানুষ রেহাই পায়। এ মহামারি থেকে দেশ জাতিকে রক্ষা করতে পুরোহিতরা প্রার্থনা করবেন দেবী দুর্গার কাছে।

সন্ধ্যায় আমন্ত্রণ অভিবাসনেরর পরই রাত ৮টা থেকে আরতি শুরু হবে বলে জানিয়েছে পূজা উদযাপন আয়োজকরা। আগামী ২৭ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে এবারের উৎসব। 

এআই/এমবি