ঢাকা, শনিবার   ২৯ জুন ২০২৪,   আষাঢ় ১৫ ১৪৩১

আবারও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

প্রকাশিত : ১২:৫৬ পিএম, ১৪ মে ২০১৭ রবিবার | আপডেট: ০১:১৫ পিএম, ১৪ মে ২০১৭ রবিবার

চলমান উত্তেজনার মধ্যে আবারও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ এ’ খবর জানিয়েছে। দেশটি বলছে, স্থানীয় সময় রোববার সকালে উত্তর কোরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কুসং উপকূল থেকে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এটি প্রায় ৩০ মিনিটে ৭শ’ কিলোমিটার পাড়ি দিয়ে জাপান সাগরে গিয়ে পড়ে। এ’ নিয়ে এরইমধ্যে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেনট মুন জায়ে-ইন। এদিকে, এটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নয় বলে নিশ্চিত করেছে মার্কিন প্যাসেফিক কমান্ড। এরআগে চলমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি বলে জানান উত্তর কোরিয়ায় এক শীর্ষ কূটনীতিক।