ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

এসপানিওলকে হারিয়েছে ভ্যালেন্সিয়া

প্রকাশিত : ০১:০০ পিএম, ১৪ মে ২০১৭ রবিবার | আপডেট: ০১:০৭ পিএম, ১৪ মে ২০১৭ রবিবার

লা লিগায় এসপানিওলকে ১-০ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়া।
প্রতিদ্বন্দ্বীতামূলক খেলায় ম্যাচের প্রথম থেকেই সমান তালে লড়তে থাকে দুদল। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। গোল শূন্যতে বিরতিতে যায় তারা। আর দ্বিতীয়ার্ধের গোলেই জয় নিশ্চিত করে ভ্যালেন্সিয়া। ৭৫ মিনিটে জয়ের একমাত্র গোলটি করেন মিডফিল্ডার জোসে গায়া। পিছিয়ে পরে গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে থাকে এসপানিওল। তবে, কোন সুযোগই কাজে লাগাতে পারেনি তারা। ৩৭ ম্যাচে ১৪ জয়ে ৫৩ পয়েন্ট নিয়ে এসপানিওল রয়েছে টেবিলের ৯ নম্বরে। আর সমান ম্যাচে ১৩ জয়ে ৪৬ পয়েন্ট নিয়ে ভ্যালেন্সিয়ার অবস্থান ১১ নম্বরে।