আগামী কয়েক মাস খুবই কঠিন সময়: ডব্লিউএইচও
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার
টেডরস আধানম গেব্রিয়াসাস
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) হুঁশিয়ারি দিয়ে বলেছে, বিশ্ব এখন করোনা মহামারির জটিল সন্ধিক্ষণে রয়েছে। বিশ্বের বহু দেশেই করোনা ভাইরাস জ্যামিতিক হারে বাড়ছে। আগামী কয়েক মাস খুবই কঠিন সময়।
শুক্রবার সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রিয়াসাস এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই সতর্কবার্তা দিয়েছেন।
ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস বলেন, পরবর্তী কয়েক মাস খুবই কঠিন সময় যাবে। কয়েকটি দেশ বিপজ্জনক অবস্থায় রয়েছে। বিশ্বের বহু দেশে ভাইরাস জ্যামিতিক হারে বাড়ছে উল্লেখ করে সংক্রমণজনিত মৃত্যু ঠেকাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
আধানম বলেন, ‘আরও অপ্রয়োজনীয় মৃত্যু ঠেকাতে আমরা নেতাদের দ্রুত পদক্ষেপ নিতে, প্রয়োজনী স্বাস্থ্যসেবায় ধস বন্ধে আহ্বান জানাচ্ছি। আমি ফেব্রুয়ারিতে যেমনটা বলেছিলাম, সেটি আবারও বলছি। এটি মহড়া নয়।’
তিনি বলেন, ‘কিছু কিছু দেশে সংক্রমণের হার বাড়ছে, এগুলো এখন হাসপাতাল ও ইনটেনসিভ কেয়ার ইউনিটগুলোকে বন্ধ বা সক্ষমতার বাইরের দিকে ঠেলে দিচ্ছে। অথচ আমরা এখনও কেবল অক্টোবরে রয়েছি।’
এদিকে ইউরোপের দেশগুলোতে আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৪ লাখ ৯০ হাজার মানুষ সংক্রমিত হয়েছে।
এএইচ/