ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪,   কার্তিক ২১ ১৪৩১

‘রায়হান হত্যা মামলার মূল আসামী আটকের চেষ্টা চলছে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:২৭ পিএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সিলেটের রায়হান হত্যা মামলার মূল আসামীকে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে।

তিনি বলেন, খুব শিগগিরই তাকে আমরা ধরে ফেলবো। অপরাধ করে কেউ পার পাচ্ছে না। পুলিশ কোন অপরাধ করেও ছাড় পাবে না।
তিনি আজ শনিবার দুপুরে টাঙ্গাইল-৩ আসনের সাবেক সংসদ সদস্য মতিউর রহমানের কবর জিয়ারত করতে ঘাটাইল যাওয়ার পথে টাঙ্গাইল সার্কিট হাউজে যাত্রা বিরতিকালে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগনকে নিয়েই পুলিশ। পুলিশ জনগণকে সাথে নিয়ে কাজ করে। সব কিছুতেই পুলিশ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। শুধু করোনা নয়, যে কোন জাতীয় দুর্যোগে পুলিশ সামনে এসে দাঁড়ায়। করোনার সময় যখন মৃত ব্যক্তির মরদেহ পরিবারের লোকজন নিতে চাইতো না, এমনকি ফেলে রেখে যেতো, তখন পুলিশ তাদের দাফন কাফনের ব্যবস্থা করেছে। তিনি বলেন, পুলিশ সদস্যরা যেখানেই অপরাধ করেছেন, যারাই শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। নৈরাজ্য সৃষ্টিকারীদের কাউকেই ছাড় দেয়া হচ্ছে না।

মন্ত্রী বলেন, পুলিশ বাহিনীকে আধুনিকায়ন করতে যা যা প্রয়োজন তা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। খুব শিগগিরই পুলিশ বাহিনীতে হেলিকপ্টার যুক্ত করা হবে।

আসাদুজ্জামান খান বলেন,এই করোনার সময়ে পুলিশ হাসপাতাল সেবা দিয়ে তাদের অবস্থান ধরে রেখেছে। পুলিশ হাসপাতাল মানুষের কাছে আস্থার জায়গায় পরিণত হয়েছে। পুলিশের ট্রেনিং এর ক্ষেত্রেও আমরা সমান তালে এগিয়ে যাচ্ছি। আমাদের নতুন নতুন ইউনিট, যেমন পিবিআই খুব ভালো কাজ করছে। পুলিশ যথাযথভাবে দায়িত্ব পালন করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,পুলিশের আরো জনবল, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য যা যা প্রয়োজন প্রধানমন্ত্রী সেগুলো করে যাচ্ছেন।
মন্ত্রী আরোও বলেন, ধর্ষণ ও হত্যার মতো গুরুতর অপরাধের বিষয়ে পুলিশ সজাগ রয়েছে। সেজন্যই কোন অপরাধী অপরাধ করে পার পাচ্ছে না।

এ সময় টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান, জেলা পুলিশ সুপার (এসপি) সঞ্জিত কুমার রায়, পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল চেম্বার অব কর্মাসের সভাপতি খান আহমেদ শুভ, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বড় মনি, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সাইফুজ্জামান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বিকেলে মন্ত্রী ঘাটাইল উপজেলার দেওলাবাড়িতে সাবেক সংসদ সদস্য মতিউর রহমানের কবর জিয়ারত করেন।

আরকে//